Sunday, November 15, 2009
আমার মনে হয যে
যদি কোনো মন্ত্রবলে তিরিশ বছর পিছিয়ে যেতে পার তাম । এক্দম অন্যরকম কোরে সাজাতাম আমার সব কিছু । স........ব । সবাই বোধ্হোয় তাই ভাবে । কিন্তু এখন আমি যেমন আমার ভুল ত্রুটি গুলো দেখ তে পার ছি , তখন কি সেটা বুঝ্তে পার তাম ? সেই এক ই ভুল কোর তাম । তাই যদি এমন হয় যে বয়্স কম বে , কিন্তু এতো বছরের অভিগ্গতা টা থেকে যাবে । ইস্ তাহলে জীবন টাকে মনের মতো গোছতাম । কি রকম্? এক ;আরো পরাশুনা কোর্তাম । আরো মন দিয়ে , সিরিয়াস লি কোর্তাম । পড়াশুনা য় আমি তো খারাপ ছিলাম না । কিন্তু সেভাবে গুরুত্ত দিয়ে পোড় লাম না । তবু কত ভালো নম্বর পেতাম । কেনো যে তখন বুঝ লাম না , এ পথ আমাকে কত দুর পউছে দেবে । এটা ই আমার জীবনের সব চেয়ে ব্ড় ভুল। দুই ; আমার গানের গলা ভালো ছিলো । গানের মাস্টার মশাই কত প্রশ্ংসা কোর তেন আমার গলার .........বোল তেন এতো মিস্টি গলা ! তোর হবে । কত তড়াতাড়ি আমি সুর তুলে নিতে পার তাম , গানের ক্লাশে কেউ সেটা পার তো না । কিন্তু হায় ভগবান্! আমি চর্চা কোর লাম না । আমার জীবনের আশ্রয় হোতে পার তো সুর , আমি তখন বুঝ তেই পার লাম না । ঈশ্হর আমায় কখোনো মাফ কোর বেন না । আবার যদি সেই দিন ফিরে পেতাম তবে গান কে আক ড়ে ধোর তাম ।
Subscribe to:
Post Comments (Atom)
সব মানুষই যদি হিসেবি হত তবে জগতটা কি ভিষন যান্ত্রিক হয়ে যেত ভাব । তোমার মতো এমন অনুভব করার মানুষই হয়তো পাওয়া যেতনা। আমিও মাঝে মাঝে ভাবতাম জীবনটা টেপ রেকর্ডারের মতো হলে বেশ হতো। অবাঞ্ছিত স্মৃতি মুছে ফেলে আবার নতূন করে রেকর্ড করা যেত।
ReplyDeleteকিন্তু শঙ্কা একটাই স্থানু হয়ে যেতামনাতো।
আপনি সুন্দর লিখেছেন। কফি হাউসে লিখতে পারেন। নিমন্ত্রণ রইল।
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteশৈশব , কৈশোর খুব আনন্দের ... কোন পিছুটান থাকেনা , কোন কিছু ভাবতে হয় । পড়ি মার, পড়ি ছুটি ... বিডি টেন্ডার
ReplyDelete