Friday, October 30, 2009

টুকিটাকি

কত কথা ই যে লিখ্তে  চাই । কিন্তু সঠিক সময়ে সঠিক শব্দ খুজে পাইনা । সব কথারা মনের ভেতর কল কল কর তে থাকে , কিন্তু বেরোনের পথ খুজে পায় না
যেমন এখন । বুকের মধ্যে এলোমেলো কথারা ছেড়া,ছেড়া মেঘের মতো ভেসে বেরাচ্চে ।   উত্সব এর মর সুম শেষ । পাতা ঝরার দিন শুরু হোলো   । সবুজ মুছে যাচ্চে , বিবর্ন ...ধুসর হোয়ে উঠ চ্ছে চারিদিক । ভালো লাগেনা , এক্দম ভালো লাগেনা । আমার  বাড়ী টা যেনো " ইগ লু "  । বরফের তৈরি এক গুহা । বাড়ী র  মানুষটা র মধ্যে বরফ কঠিন শৈত্য । সঝ্য কোর তে , কোর্তে আমি ও যেনো  নিঃসার হোয়ে গেচি ।  তবু সমস্ত শক্তি দিয়ে আমি নিজেকে ঝাকুনি দেই । তার জন্য আমি নিজেকে বের কোরে আনি ঐ তুষার গুহা থেকে ,  তাকিয়ে থাকি আবার কখন সব সবুজে ভরে উঠ বে । আমি শিখে গেছি কিভাবে একা ,একা  বাঁচ তে হয় , জেনে গেছি শীতের পর আসে বসন্ত , মেঘের পরে হেসে ওঠে রোদ .........কাটিয়ে তো দিলাম ,কেটে যাবে  এভাবে ...........