Sunday, November 15, 2009

আমার মনে হয় যে

আমার জীবনের সব চেয়ে বড় ভুল আমি নিজের পাযে দাড়ানোর কোনো চেস্টা ই করিনি । বোকার মতো বড় বড় স্বপ্ন ই দেখেছি , নিজেকে মোটিভেট কোরিনি ।  বুঝ তে  ই পারিনি যে ,যে কোনো মানুষ এর এটা ই প্রধান চেস্টা হওয়া উচিত ।  বিশেষ কোরে মেয়েদের । স্বনির্ভরতা মানুষ কে আত্মবিশ্বাস জোগায় । তার ব্যক্তিত্ব গড়ে তোলে ।  এই দুটোর কোনো টাই আমার নেই । এখন আর ভেবে কোনো লাভ নেই ।

1 comment:

  1. বড় হওয়া টা অন্য জিনিস । বড়র সজ্ঞাটাই আমরা উলট পালট করে ফেলেছি ।
    বাংলাদেশী বিজনেস

    ReplyDelete