Sunday, November 15, 2009
আমার মনে হয যে
যদি কোনো মন্ত্রবলে তিরিশ বছর পিছিয়ে যেতে পার তাম । এক্দম অন্যরকম কোরে সাজাতাম আমার সব কিছু । স........ব । সবাই বোধ্হোয় তাই ভাবে । কিন্তু এখন আমি যেমন আমার ভুল ত্রুটি গুলো দেখ তে পার ছি , তখন কি সেটা বুঝ্তে পার তাম ? সেই এক ই ভুল কোর তাম । তাই যদি এমন হয় যে বয়্স কম বে , কিন্তু এতো বছরের অভিগ্গতা টা থেকে যাবে । ইস্ তাহলে জীবন টাকে মনের মতো গোছতাম । কি রকম্? এক ;আরো পরাশুনা কোর্তাম । আরো মন দিয়ে , সিরিয়াস লি কোর্তাম । পড়াশুনা য় আমি তো খারাপ ছিলাম না । কিন্তু সেভাবে গুরুত্ত দিয়ে পোড় লাম না । তবু কত ভালো নম্বর পেতাম । কেনো যে তখন বুঝ লাম না , এ পথ আমাকে কত দুর পউছে দেবে । এটা ই আমার জীবনের সব চেয়ে ব্ড় ভুল। দুই ; আমার গানের গলা ভালো ছিলো । গানের মাস্টার মশাই কত প্রশ্ংসা কোর তেন আমার গলার .........বোল তেন এতো মিস্টি গলা ! তোর হবে । কত তড়াতাড়ি আমি সুর তুলে নিতে পার তাম , গানের ক্লাশে কেউ সেটা পার তো না । কিন্তু হায় ভগবান্! আমি চর্চা কোর লাম না । আমার জীবনের আশ্রয় হোতে পার তো সুর , আমি তখন বুঝ তেই পার লাম না । ঈশ্হর আমায় কখোনো মাফ কোর বেন না । আবার যদি সেই দিন ফিরে পেতাম তবে গান কে আক ড়ে ধোর তাম ।
আমার মনে হয় যে
আমার জীবনের সব চেয়ে বড় ভুল আমি নিজের পাযে দাড়ানোর কোনো চেস্টা ই করিনি । বোকার মতো বড় বড় স্বপ্ন ই দেখেছি , নিজেকে মোটিভেট কোরিনি । বুঝ তে ই পারিনি যে ,যে কোনো মানুষ এর এটা ই প্রধান চেস্টা হওয়া উচিত । বিশেষ কোরে মেয়েদের । স্বনির্ভরতা মানুষ কে আত্মবিশ্বাস জোগায় । তার ব্যক্তিত্ব গড়ে তোলে । এই দুটোর কোনো টাই আমার নেই । এখন আর ভেবে কোনো লাভ নেই ।
Subscribe to:
Posts (Atom)